বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাছিম উল আলম : ঈদ পরবর্তি ঢাকা ও চট্টগাম অঞ্চলের কর্মস্থমুখি মানুষের ¯্রােতে ঢাকা পড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম বরিশাল নদী বন্দর। গত তিনদিন ধরে নির্ধারতি নৌযানের দ্বিগুনেরও বেশী লঞ্চ ধারন ক্ষমতা তিনগুন যাত্রী নিয়ে এবন্দর থেকে ঢাকা ও চাঁদপুরের উদ্যেশ্যে ছেড়ে গেলেও জন¯্রােত সামাল দেয়া যাচ্ছে না। ঈদ পরবর্তিকালে গতকালই বরিশাল বন্দর থেকে সর্বাধীক সংখ্যক যাত্রী ঢাকায় গেছে ১৫টি বেবসরকারী ও ২টি সরকারী নৌযানে। এছাড়াও গতকাল আরো ৩টি ক্যাটামেরন নৌযান বরিশাল নদী বন্দর থেকে ঢাকায় যাত্রী পরিবহন করেছে। কিন্তু এরপরেও বরিশাল নদী বন্দরে পা ফেলার যায়গা ছিল না গতকাল।
গতকাল ও এর আগের দিন বরিশাল বন্দর থেকে সরকারী-বেসরকারী ২০টি নৌযান অন্তত ৭০হাজার করে যাত্রী নিয়ে ঢাকা ও চাঁদপুরের উদ্যেশ্যে বন্দর ত্যাগ করে। এর ম্যধ্যে বরিশালÑঢাকা রুটে সরাসরি অন্তত ১৮টি সরকারী ও বেসরকারী নৌযান যাত্রী পরিবহন করে। গত কয়েক দিন ধরে বেশীরভাগ নৌযানই বরিশাল থেকে সন্ধ্যায় ছেড়ে শেষ রাতেরও আগে ঢাকায় পৌছে যাত্রী নামিয়ে আবার বরিশাল বন্দরে ফিরছে ঢাকামুখি যাত্রী তুলতে। এভাবেই প্রতি ২৪ঘন্টায় দুটি রাউন্ড ট্রিপে যাত্রী পরিবহন করছে বেসরকারী নৌযানগুলো।
কিন্তু এরপরেও ভীড় সামাল দেয়া যাচ্ছে না। তিল ধলার ঠাঁই থাকছে না বরিশাল বন্দরে। ওয়াকিবাহাল মহলের মতে, দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর সংক্ষিপ্ত সড়ক পথের মাওয়া সেক্টরে নাব্য সংকটে ফেরি চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বরিশালÑঢাকা নৌপথে জন¯্রােত এবার আরো বাড়ছে। আগামী রোববারের আগে মাওয়া সেক্টরে ফেরি চলাচল স্বাভাবিক হচ্ছে না। গতকাল দুপুরের মধ্যেই বরিশাল নদী বন্দরে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। রাত সাড়ে ৮টার পরে যেসব নৌযান ঢাকার উদ্যেশ্যে বন্দর ত্যাগ করার কথা, তা নির্ধারিত সময়ের দেড়Ñদুঘন্টা আগেই ছেড়ে যেতে বাধ্য হয়। ১৫টি নৌযানের প্রায় সবগুলোই দোতালা ও তিনতলার ছাদ বোঝাই করেই বরিশাল বন্দর ছেড়ে যায়। যদিও বন্দরে প্রশাসনিক ম্যাজিষ্ট্রেট ছাড়াও আইনÑশৃৃংখলা বাহিনী মোতায়েন ছিল, কিন্তু জন¯্রােত সামাল দেয়ার ক্ষমতা কারোরই ছিলনা।
এর বাইরেও বিঅইডবিøউটিসি’র নিয়মিত রকেট স্টিমারের সাথে একটি বিশেষ নৌযান গতকাল পিরোজপুরের হুলারহাট ও ঝালকাঠী হয়ে বরিশাল থেকে চাঁদপুরÑঢাকার উদ্যেশ্যে যাত্রী নিয়ে ঢাকায় গেছে। আগামী শণিবার পর্যন্ত বরিশাল সহ দক্ষিণাঞ্চল থেকে চাঁদপুর ও ঢাকার জন¯্রােত অব্যাহত থাকলেও বিআইডবিøউটিসি আজ শুক্রবারের পরে আর কোন বিশেষ নৌযান পরিচালনা করছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।