Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুবিধাবাদী নয় মানবতার পক্ষে অবস্থান নিন -সরকারের উদ্দেশে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সরকার সুবিধাবাদী ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় পর্যন্ত দিচ্ছে না সরকার। আমরা স্পষ্ট করে বলতে চাই, আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। সুবিধাবাদী অবস্থান না নিয়ে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করুন।
গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ এই সভার আয়োজন করে।
রোহিঙ্গা ইস্যুতে বিএনপির মানববন্ধন কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,‘‘তিনি (কাদের) বলেছেন, রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে বিএনপি মানববন্ধন করবে। আশঙ্কা হচ্ছে, তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় কিনা? তারা সভা-সমাবেশ ডাক দিলেই নিজেরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এর দায় চাপায় আওয়ামী লীগের ওপর।’ মির্জা ফখরুল বলেন, ওনার (ওবায়দুল কাদের) বক্তব্য এক অশনি সংকেত। তার এ কথায় বোঝা যায়, তাদের (আওয়ামী লীগ) মাথায় অন্য কোনও পরিকল্পনা আছে।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগ নিজেরা-নিজেরাই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্রতিনিয়তই খবরের কাগজ খুললে তা দেখা যায়। নিজেরাই নিজেদের কর্মীকে খুন করছে। গতকালও (বুধবার) নোয়াখালীতে নিজেদের মধ্যে গোলাগুলি হয়েছে। অনেকেই আহত হয়েছেন। গত কয়েক বছরে আওয়ামী লীগ নিজেরা নিজেদের কতজন খুন করেছে, তার হিসাব আমিও করতে পারবো না। ধর্ষণ, খুন ও গুমের নেতৃত্বে রয়েছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার না করে প্রতিপক্ষকে দমনে ব্যবহার করা হচ্ছে। বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার মিথ্যা কথা বলে। পরিসংখ্যান কথা বলে, বিএনপির সরকারের আমলে সাইফুর রহমানের নেতৃত্বে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে। আজকে ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে। সাইফুর রহমানের বিকল্প এখনও দেখিনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যাকে আমরা অর্থনীতির পথিকৃত বলি তিনি হলেন সাইফুর রহমান। এম. সাইফুর রহমানের বড় ছেলে এম. নাসের রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমানের জীবন-আদর্শ নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করে তার নামে গঠিত স্মৃতি পরিষদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ