পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম বন্দরে উচ্চমাত্রার তেজস্ক্রিয় সম্পন্ন (রেডিয়েশন) একটি রফতানি কন্টেইনার আটক করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জিংকবাহী কন্টেইনারটিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা থাকার প্রমাণও মিলেছে। এরপর কন্টেইনারটিকে চট্টগ্রাম বন্দরের নির্ধারিত স্থানে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এ এফ এম আব্দুল্লাহ খান গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইনকিলাবকে বলেন, ঈদের আগে কন্টেইনারটি আটক করা হলেও ঈদের পর প্রাথমিক পরীক্ষায় সেটিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার প্রমাণ মিলেছে। এটিকে নিরাপদে সরিয়ে রাখা হয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
জিংকবাহী কন্টেইনারটি শ্রীলঙ্কা-সিঙ্গাপুর হয়ে চীনে যাওয়ার কথা ছিল। তার আগেই চট্টগ্রাম বন্দরের রেডিয়েশন স্ক্যানিং মেশিনে তাতে তেজস্ক্রিয়তা থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর কন্টেইনারটিতে মোগাপোর্ট ইনিশিয়েটিভের অধীনে রাখা হয়েছে। এর আগেও চট্টগ্রাম বন্দরে এ ধরনের কন্টেইনার ধরা পড়েছে জানিয়ে কাস্টম কমিশনার জানান, এ কন্টেইনার থেকে তেজস্ক্রিয়তা যাতে ছড়াতে না পারে সে ব্যাপারে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।