বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর উত্তরখানে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে কিশোরীকে শারীরিক পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন জানান, ওই কিশোরী উত্তরখান এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তাদের দূর সম্পর্কের এক আত্মীয় ২ সন্তানের জনক জাকির হোসেন (৩২) তাদের বাসায় ভাড়া থাকতো। জাকির হোসেনের সঙ্গে বেশ কয়েক দিন ধরে কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর জাকির হোসেন একাধিক বার তাকে ধর্ষণ করে। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর তাকে ধর্ষণ করে। বিষয়টি জানা জানি হলে, কিশোরীর বাবা বুধবার থানায় একটি মামলা করেন। তিনি আরো জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে শারীরিক পরিক্ষার জন্য ঢামেক হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।