Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরীবদের মাঝে গোশত ও জামাকাপড় বিলালেন অনন্ত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঈদের দিন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কোরবানির গোশত ও নতুন জামা-কাপড় বিলিয়েছেন চলচ্চিত্র নায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল। মোহাম্মদপুরস্থ নিজ বাসার নিচে তিনি গরীব মানুষের হাতে গোশত ও জামা-কাপড় তুলে দেন। তার এক ভক্ত তার সঙ্গে দেখা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, গরীবের বন্ধু অনন্ত জলিল। ঈদের দিন ফ্যান হিসেবে উনার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলাম উনি গরীবদের কোরবানির গোশত দেয়ার পাশাপাশি নতুন কাপড় উপহার দিচ্ছেন। সত্যিকারের হিরো আপনি, আপনার মতো সবাই গরিবদের হক আদায় করলে সমাজে গরীব কেউ থাকবে না। সত্যিই আপনাকে আজ যতক্ষণ দেখলাম গরীব লোকগুলোকে এত যত্ম করে গোশত এবং নতুন কাপড় দিতে, আমি খুবই অবাক হলাম। আপনার মধ্যে কোনো অহংকার দেখলাম না। আপনি খুব খুশি হচ্ছিলেন। গরীবদের হক আদায়ের মাধ্যমে আত্মতৃপ্তিই আপনার মূল লক্ষ্য তা বুঝতে আর বাকী রইল না। গরীবলোকগুলোর মুখের হাসি আপনি জয় করেছেন। আল্লাহতায়ালা আপনাকে মনের দিক দিয়েও ধনী বানিয়েছেন। আল্লাহতায়ালার কাছে আপনার দীর্ঘায়ু, সুস্থতা কামনা করি।



 

Show all comments
  • Md nur uddin ৮ সেপ্টেম্বর, ২০১৭, ২:৩৯ পিএম says : 0
    আমি অনেক খুশি হলাম জলিলের এই পরিবর্তন দেখে।এবার আশায় আছি শাকিব খানকে দেখতে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ