Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলিল লেখকের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ইউনিয়নের মনাকষা গ্রামে নান্দাইল সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সাদেক সরকারের বাড়ীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। গত মঙ্গলবার একই গ্রামের মৃত আসন আলীর পুত্র রহম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সাদেক সরকারের বাড়ীতে হামলা চালিয়ে বসত ঘরের দরজা জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারীতে থাকা নগদ ৫ লক্ষ টাকাসহ লক্ষাধিক টাকার স্বর্ণাংলকার লুটপাট করে নিয়ে যায়। পূর্ব শত্রæতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় এলাকাবাসি। ঘটনার সময় সাদেক সরকার ও তার পরিবারের লোকজন আতœরক্ষার্থে পাশ্ববর্তী বাড়ী ঘরে আশ্রয় নেয়। প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয় সন্ত্রাসীরা। এ ঘটনায় নান্দাইল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ