Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে প্রতিবন্ধীকে কুপিয়ে জখম

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে জাগরণ সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য ও দু’পাবিহীন শারিরীক প্রতিবন্ধী হয়রত আলী (৫০) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারী কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী সমিতির সভাপতি ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় গতকাল বৃহস্পতিবার দুপুরে হযরত আলী থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, হযরত আলী দু’পাবিহীন শারিরীক প্রতিবন্ধী। স্ত্রীর সহায়তায় শ্রীপুর রেলস্টেশন ও বাজারের বিভিন্ন স্থানে হুইল চেয়ারে বসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে পার্শ্ববর্তী কালাম ও তার সহযোগীরা হযরতকে তার ভাড়া করা বাসার সামনে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। দৃষ্টি প্রতিবন্ধি মস্তু, সারোয়ার, রাসেল ও প্রতিবন্ধি সমিতির সভাপতি হারুন-অর রশিদের সহায়তায় রাতেই তাকে প্রথমে শ্রীপুর পরে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শ্রীপুর প্রতিবন্ধী সমবায় সমিতির সদস্যরা হযরত আলীর উপর হামলার দৃষ্টান্ত মূলক শাস্তি ও হামলাকারীদের গ্রেফতার দাবী করেন। শ্রীপুর থানার ওসি অপারেশন হেলাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ