রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে জাগরণ সমবায় সমিতির কার্যনির্বাহী সদস্য ও দু’পাবিহীন শারিরীক প্রতিবন্ধী হয়রত আলী (৫০) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারী কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী সমিতির সভাপতি ও দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তায় গতকাল বৃহস্পতিবার দুপুরে হযরত আলী থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, হযরত আলী দু’পাবিহীন শারিরীক প্রতিবন্ধী। স্ত্রীর সহায়তায় শ্রীপুর রেলস্টেশন ও বাজারের বিভিন্ন স্থানে হুইল চেয়ারে বসে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে পার্শ্ববর্তী কালাম ও তার সহযোগীরা হযরতকে তার ভাড়া করা বাসার সামনে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। দৃষ্টি প্রতিবন্ধি মস্তু, সারোয়ার, রাসেল ও প্রতিবন্ধি সমিতির সভাপতি হারুন-অর রশিদের সহায়তায় রাতেই তাকে প্রথমে শ্রীপুর পরে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শ্রীপুর প্রতিবন্ধী সমবায় সমিতির সদস্যরা হযরত আলীর উপর হামলার দৃষ্টান্ত মূলক শাস্তি ও হামলাকারীদের গ্রেফতার দাবী করেন। শ্রীপুর থানার ওসি অপারেশন হেলাল উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।