Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ায় তালবীজ রোপণ কর্মসূচি পালিত

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদাদাতা : বাংলাদেশ কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক উদ্বুদ্ধকরনের মাধ্যমে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তালবীজ রোপন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা ছিকুটিবাড়ী-জটিয়ারবাড়ী, উত্তরপাড়, হাটখোলা রাস্তায় ২ হাজার পিস তালবীজ রোপন করে কর্মসূচির শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা সিনিয়র কৃষি অফিসার রথিন্দ্রনাথ বিশ্বাস, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ পালাশ কুমার দাস, রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান অমৃত লাল হালদার, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সর্বানন্দ বৈদ্য, সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ সিকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মনোজ কুমার মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ভোধনী সভায় বক্তারা তাল গাছের উপকারিতা ও বজ্রপাত প্রতিরোধ সহায়ক সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালবীজ রোপন করে এ কর্মসূচি পালন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ