রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিএনপিতে একক আ’লীগের হেভিওয়েট দুই প্রার্থী
ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : দিন যত পেরিয়ে যাচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক মাঠ। হাওয়া বইতে শুরু করেছে জাতীয় নির্বাচনের। বড় দু’দলের মধ্য থেকে ঠাকুরগাঁও-১ আসনে এখনো পর্যন্ত বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আ’লীগ থেকে হেভিওয়েট দুই প্রার্থীর নাম শোনা যাচ্ছে। একজন বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন অন্যজন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান সদর উপজেলা আ’লীগের সভাপতি এবং জেলা পুযা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো। এছাড়াও আ’লীগের পক্ষ থেকে আরো বেশ কয়েকজনের নাম শোনা গেলেও প্রকৃতপক্ষে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন না। ইতোমধ্যে আ’লীগের নৌকা প্রতীক পেতে মাঠ পর্যায়ে কাজ করছেন হেভিওয়েট দুই প্রার্থী রমেশ চন্দ্র সেন ও অরুনাংশু দত্ত টিটো। এছাড়া জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের নাম শোনা গেলেও তিনি এবার মনোনয়োন প্রত্যাশী নয় বলে পরিস্কার করেছেন।
অপরদিকে বিএনপিতে একক প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতা-কর্মীরা বর্তমানে একত্রিত হয়ে দল গুছানোর জন্য সদস্য সংগ্রহ অভিযানে ব্যস্ত সময় পার করছেন। এবার স্বচ্ছ নির্বাচন হলে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি জয়লাভ করবে বলে মনে করছেন জেলা বিএনপি’র শীর্ষ নেতারা। জেলা বিএনপি’র শীর্ষ নেতারা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে একক প্রার্থী উনার জনপ্রিয়তা সকলের কাছে সমান। তাই উনার কোন বিকল্প নেই। আমরা শতভাগ আশাবাদি সুষ্ঠু নির্বাচন হলে ঠাকুরগাঁওÑ১ আসনে বিএনপি জয়লাভ করবে। তাই আমরা সকলের ঐক্যবদ্ধ হয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি মির্জা ফয়সাল আমিন জানান, আমাদের দলে কোন কোন্দল ছিল না এখনো নেই। আমরা সবাই এক জনের জন্য কাজ করছি। সুষ্ঠু নির্বাচন হলে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।
বিএনপি’র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচন হলে শুধু ঠাকুরগাঁওয়ে নয় আমাদের দল থেকেই সরকার গঠন হবে।
আর ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন জানান, আমি ঠাকুরগাঁওয়ের ব্যাপক উন্নয়ন কাজে ভুমিকা রেখেছি। আগামী জাতীয় নির্বাচনে লড়াইয়ে আ’লীগ থেকে আমার কোন বিকল্প নেই। আমি আশা করছি নৌকা প্রতীক পেলে আবারো জয় লাভ করবো।
আর সাবেক যুব নেতা ও বর্তমান আ’লীগ নেতা অরুনাংশু দত্ত টিটো জানান, তৃণমুলে আমার গ্রহন যোগ্যতার প্রসার ঘটেছে। তরুনরা চায় আমি জাতীয় নির্বাচনে অংশ নেই। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে আমাকে মনোনয়ন দিলে আমি শতভাগ আশাবদি ঠাকুরগাঁও-১ আসন আ’লীগের। আমি সব সব সময় মানুষের পাশে ছিলাম এখনো মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমি একজন মনোনয়োন প্রত্যাশী। এছাড়া জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী জেলার সাধারণ সম্পাদক তরুন নেতা রেজাউর রাজি স্বপন চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।