Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় বিএনপি নেতা হত্যার ঘটনায় এসআই মজিবুর ক্লোজ

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি নেতা হাবিবুর রহমান তালুকদার হত্যার ঘটনায় স্থানীয় তুষখালী ফাঁড়ির এসআই মজিবর রহমানকে ক্লোজ করা হয়েছে। দায়িত্বে অবহেলা করায় পিরোজপুর পুলিশ সুপার ওয়ালিদ হোসেন হাবিবুরকে প্রত্যাহার করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেল নিহত হাবিব তালুকদারের ছেলে স্কুলছাত্র রাকিবের সাথে ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষ ফারুক তালুকদারের ছেলে সাইফুলের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধ ও পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস তালুকদার ও তার পুত্র রাজীব, রুম্মন সহযোগী সাইফুল তুষখালী বাজারে গত রোববার সকালে হাবিব তালুকদারকে প্রকাশ্যে দুই দফা মারধর করে। এ ঘটনায় প্রতিপক্ষ হাবিব তালুকদার স্থানীয় ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুনÑঅরÑরশিদের কাছে অভিযোগ করলে বিচার না করে গত ইউপি নির্বাচনে তার পক্ষে না করার জের মেটাতে ইউপি সদস্য ইদ্রিস তালুকদার, পুত্র ও তাদের সহযোগীরা হাবিব তালুকদারকে পুণরায় মারধর করে। এ সময়ে নিহত হাবিবের ছেলে কলেজ ছাত্র হাফিজুর ও স্কুল ছাত্র রাকিব পিতাকে বাঁচাতে এলে তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করলে দুই ভাই পার্শবর্তী এক বাড়িতে আশ্রয় নেয়। ওই ঘটনার পর থেকে পিতা হাবিব তালুকদার নিখোঁজ হয়। ঘটনার পরদিন সোমবার গভীর রাতে তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সেফটি ট্যাংকের পাশ থেকে থানা পুলিশ হাবিব তালুকদারের লাশ উদ্ধার করে। এদিকে বিএনপি নেতা হত্যা মামলার আসামীদের গ্রেফতারে থানা পুলিশ বুধবার রাতভর অভিযান চালিয়েও আসামিদের গ্রেফতার করতে পারেনি। তবে গ্রেফতারি অভিযান অব্যহত রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ