Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসী হামলায় বসতঘর ভাঙচুর আহত ৪

| প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি নাপিতপাড়া এলাকায় সস্ত্রাসী হামলায় বসতঘর ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিবন্ধী এক শিশুসহ ৪জন আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে মরিয়ম বেগম (৬৫), জসীম উদ্দিন (৪০), নাসরিন সুলতানা (২৮), জুবাইর (৪)। আহতদের মধ্যে মরিয়ম বেগম, নাসরিন সুলতানা ও জুবাইরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পটিয়া থানা নাসরিন সুলতানা বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন একটি পানির পাত্র ফেলাকে কেন্দ্র করে মরিয়ম বেগম ও মনজুর হোসেনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে নুরুল আলমসহ কয়েকজন তিনটি সিএনজি ট্রেক্সি যোগে পটিয়া পৌরসদরের গোবিন্দারখীল এলাকা থেকে দক্ষিণ ভূর্ষি এলাকায় গিয়ে দেশীয় অস্ত্র সন্ত্রে সজ্জিত হয়ে মরিময় বেগমের বসতঘরে হামলা চালায়। এ হামলায় মরিয়ম বেগমসহ ৪জন আহত হয়। এতে ঘরের আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এদিকে মরিয়ম বেগম এর প্রতিপক্ষ ফরিদ আহমদ জানান, নাসরিন সুলতানার স্বামী নুরুল করিম এ ঘটনার জের ধরে আমির ভান্ডার রেলগেইটস্থ তার দোকানের বহিরাগত সন্ত্রাসী নিয়ে দোকান ভাংচুর করে ২ লক্ষ টাকা মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত দিনের ঘটনায় আমরা কেউ জড়িত নয়। এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার জানান, এ ঘটনার বিষয়ে পাল্টাপাল্টি দুইটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের জন্য এস আই মং ছই ফ্লো কে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ