রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের কাকড়ার চড় গ্রামে খড়িয়া নদীর পাড় থেকে মাকসুদ আলী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। যুবকের পরিবারের দাবি স্ত্রী ও তার লোকজন হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে রেখেছে। জানা যায়, ফুলপুর পৌর এলাকার কাজিয়াকান্দা(গ্রীণ রোড) গ্রামের নবী হোসেন নবাবের ছেলে ২ সন্তানের জনক মাকসুদ আলী(৩২) ৫ মাস আগে কাকড়ার চর গ্রামের আব্দুলের মেয়ে ময়নাকে দ্বিতীয় বিয়ে করে।বিয়ের পর থেকেই তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দেয় এবং স্ত্রী ময়না পিতার বাড়ি চলে যায়। মাকসুদের পিতা নবী হোসেন নবাব জানান, বুধবার সন্ধ্যায় জনৈক আব্দুর রহিম মোবাইল ফোনে মাকসুদ আলীকে ডেকে কাকড়ার চর নিয়ে যায়। পরে রাত ৪ টার দিকে স্ত্রী ময়নার ভাই মোসলেম উদ্দিন বাসায় এসে নদীর পাড়ে মাকসুদের লাশ পাওয়ার খবর দেয়।সংবাদ পেয়ে সাথে সাথে গিয়ে দেখি খড়িয়া নদীর পাড়ে মাকসুদ আলীর উলঙ্গ লাশ পড়ে আছে। কিছু দুরে ৫টি জুতাও পড়ে আছে। ফুলপুর পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাকসুদ আলীর লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে স্থানীয় লোকজন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।