বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের মাদারগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছে। আজ সকালে মাদারগঞ্জ উপজেলার ফুলজোর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাশেদুল (৩৫) ও সোবহান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন থেকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোর গ্রামের আলফাজের পুত্র রাশেদুল ও আবু তালেবের পুত্র সোবহানের সাথে একই গ্রামের জহুরুল মেম্বারের ইউপি নির্বাচন ও জমি নিয়ে নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত মঙ্গলবার জহুরুল মেম্বারের সাথে রাশেদুল ও সোবহানের বাকবিতন্ডা হয়। এর জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জহুরুল মেম্বার তার লোকজন ও দেশীয় অস্ত্র নিয়ে রাশেদুল ও সোবহানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির লোকজনকে মারধর করে ও ভাঙচুর চালায়। এসময় হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে রাশেদুল ও সোবহান গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ হাফিজ ও শাহীন নামে দুজনকে আটক করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।