Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব বাংলাদেশকে অপকর্মে জড়ানোর ষড়যন্ত্র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৪৭ পিএম

সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব দিয়ে সরকার মিয়ানমারের অপকর্মের সঙ্গে বাংলাদেশকে জড়ানোর ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সুজন সম্পাদক বলেন, রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টস ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, দেশে বিরাট বিপর্যয় নেমে আসবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজন সম্পাদক রোহিঙ্গা সংকট স্থায়ী সমাধানে ৮ দফা প্রস্তাবও তুলে ধরেন। সেই সাথে আগামী ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সুজনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ