Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করছে সরকার: সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১:১০ পিএম

এ পর্যন্ত বাংলাদেশে দেড় লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে উল্লেখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি সতর্কতার সঙ্গে মোকাবিলা করছে সরকার।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশের এ স্রোত উদ্বেগজনক। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের কাছে দাবি জানানো হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকটের মতো বিশাল বোঝা বয়ে বেড়ানোর ক্ষমতা বাংলাদেশের নেই। এ জন্য আমরা বারবার জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ