বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো ঃ হাতিয়া উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রæপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলী ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । এতে উভয় পক্ষের ২০ জন আহত হয় । উল্লেখ্য, গত ৩০ মে সোনাদিয়ায় সন্ত্রাসীদের হামলায় রিয়াজ উদ্দিন নামক এক যুবক নিহত হবার পর রিয়াজের পিতা সাবেক এমপি মোহাম্মদ আলীসহ ১৫৪জনকে আসামী করে হাতিয়া থানায় মামলা দায়ের করে। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাবেক এমপি মোহাম্মদ আলীসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্বে মামলা দায়েরের প্রতিবাদে গতকাল (বুধবার) দুপুরে সাবেক এমপি মোহাম্মদ আলী’র বাসভবন চত্বরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে স্থানীয় এমপি আয়েশা ফেরদৌস বক্তব্য রাখেন। এসময় আওয়ামীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদ আলী রাতুলের বাসভবন থেকে লাঠিসোটা নিয়ে দেড় শতাধিক যুবক প্রতিবাদ সভাস্থলে হামলা চালায়। এতে আওয়ামীলীগের ১৫ জন নেতা কর্মী আহত হয়। পরে বিক্ষুদ্ধ জনতার হামলায় ৫জন আহত হয়। উত্তেজিত জনতা এক পর্যায়ে মাহমুদ আলী রাতুলের বাসভবনে হামলা চালায় । এসময় মাহমুদ আলী রাতুল পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে এমপি আয়েশা ফেরদৌসের নেতৃত্বে ্একটি বিক্ষোভ মিছিল উপজেলা সড়ক প্রদক্ষিন করে। এর আগে মঙ্গলবার দিবাগতরাত ৯টার দিকে স্থানীয় খবির মিয়ার বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। হামলায় আহত উভয় পক্ষের সমর্থকদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ৩০ মে উপজেলার সোনাদিয়া ইউনিয়নে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হামলায় রিয়াজ উদ্দিন নামের এক যুবক নিহত হয় । হাতিয়া থানার ওসি জানান, নিহত রিয়াজের বিরুদ্বে থানায় ১৫টি মামলা রয়েছে । নিহত রিয়াজ উদ্দিনের বাবা কোরবান আলী বাদী হয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী’সহ ১৫৪ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনার জের ধরে গত কয়েকদিন মোহাম্মদ আলী গ্রæপের সাথে ওয়ালী উল্লা-রাতুল গ্রæপের উত্তেজনা বিরাজ করছে। হাতিয়া থানার ওসি আব্দুল মজিদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।