Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোয়া ৩শ’ কোটি টাকা আত্মসাত-- বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে পরোয়ানা জারি

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : একটি বেসরকারি ব্যাংকের সোয়া ৩শ’ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর গতকাল (বুধবার) তাকে গ্রেফতারের এ আদেশ দেন। জসিম উদ্দিন চৌধুরীর ভাই বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীও এই মামলার আসামি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, এ মামলায় গ্রেফতারের পর হাই কোর্ট থেকে জামিন নিয়েছিলেন জসিম উদ্দিন চৌধুরী। রোববার আপিল বিভাগ সেই জামিন বাতিল করে। পাশাপাশি তিনদিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পন করতে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। সেই আদেশ অমান্য করায় মহানগর দায়রা জজ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গত বছরের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় ছয় জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে এবি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার আসামিরা ছিলেন- আসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, তাদের আরেক ভাই রাইজিং স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, আসলামের স্ত্রী ও চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা বদরুল হক খান এবং এম ফজলুর রহমান।
মামলার আসামিদের মধ্যে আসলাম চৌধুরী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত বছর গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে চেক প্রতারণাসহ নাশকতার অভিযোগেও মামলা রয়েছে। অর্থ আত্মসাতের মামলায় তদন্ত শেষে চলতি বছরের ৭ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে আসামিদের মধ্যে দুই ব্যাংক কর্মকর্তা বদরুল হক খান ও ফজলুর রহমানের নাম বাদ দেওয়া হয়।
মামলার এজাহারে বলা হয়, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরাতন জাহাজ কিনতে ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ওই ঋণ নিয়ে তা আর পরিশোধ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ