Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্মশানের টাকাতেও হাত

মমিনুল ইসলাম মুন তানোর (রাজশাহী) থেকে : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহীর তানোরে গ্রামীণ অবকাঠামো রক্ষাণাবেক্ষন ও সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বার্ষিক উন্নয়ন কর্মসুচির (এডিপি) প্রকল্পের টাকায় শ্মশান উন্নয়নের কাজের বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রকল্প এলাকার জনসাধারণগণ এসব অভিযোগ উত্থাপন করেছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে হিন্দু ধর্মালম্বিদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সরেজমিন ঘটনা স্থল পরিদর্শন করে এ ঘচনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করে গতকাল ৫ সেপ্টেম্বর বুধবার স্থানীয় সাংসদ (এমপি) ও প্রধান প্রকৌশলী এলজিইডি’র কাছে লিখিত অভিযোগ করেছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডি’র এক কর্মকর্তা বলেন, কাজ সম্পন্ন না করেই সম্পন্ন দেখিয়ে টাকা উত্তোলন করা হয়েছে, এখন আর নতুন করে কাজ করার কোনো সুযোগ নাই। স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরে ২০১৬-১৭ অর্থবছরে এলজিইডি’র এডিপি প্রকল্প থেকে তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গোল্লাপাড়া ও হালদারপাড়া গ্রামের বসবসাসরত হিন্দু ধর্মালম্বিদের একমাত্র শ্মশান উন্নয়নের জন্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়। কিন্তু উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন মাত্র ৪ হাত উচ্চতা ও ১৫ হাত দৈর্ঘ্য আয়তনের ৩ নম্বর ইট দিয়ে পাকা ওয়াল তুলে যার ব্যয় (সর্বোচ্চ ৪০ হাজার টাকা হবে ) বরাদ্দের পুরো টাকা উত্তোলন করে নিয়েছে। শ্মশানের এসব কাজ করতে ও অর্থ উত্তোলনে শ্মশান বা মন্দির কমিটির কাউকে কিছুই জানানো হয়নি। এদিকে বিষয়টি সাধারণের মধ্যে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। হালদারপাড়া গ্রামের বাসিন্দা প্রণব কুমার রান্টু (২৫), পঙ্কজ হালদার (২৮) ও বিশ্বনাথ দাস (৪৫) বলেন, তাদের কেউ শ্মশানের উন্নয়ন কাজ বিষয়ে জানাইনি আর তারা টাকা উত্তোলনের বিষয়ে কিছুই জানেন না। তারা বলেন, ইঞ্জিনিয়ার সাহেব নিজেই এসব করেছে কাউকে কিছুই বুঝতে দেননি। এব্যাপারে তানোর উপজেলা এলজিইডি প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও তা আতœসাৎ করা হয়নি। তিনি বলেন, সময় স্বল্পতার কারণে পুরোকাজ সম্পন্ন করা যায়নি, তবে আগামিতে বাকি কাজ করে দেয়া হবে। এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ শওকাত আলী বলেন, লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ