Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ জনের বিরুদ্ধে মামলা আটক ১

দর্শনায় মাদক ব্যবসায়ীদের হামলায় দৈনিক ইনকিলাব সাংবাদদাতা আহত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দামুড়হুদার দর্শনায় মাদক ব্যবসায়ীদের হামলায় দৈনিক ইনকিলাবের দামুড়হুদা উপজেলা সংবাদদাতা রক্তাক্ত জখম হয়েছে। গত মঙ্গলবার দুপুরে দর্শনা কেরু হাইস্কুলের অদুরে ফুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ব্যপারে সাংবাদিক নুরুল আলম বাকু বাদি হয়ে ৩জন চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৬ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই রাতে মামলার আসামী রিপনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বহুল প্রচারিত ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ইনকিলাবের দামুড়হুদা সংবাদদাতা নুরুল আলম বাকু দর্শনা রেল বন্দরের উপর একটি প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে সরেজমিনে এলাকা ঘুরে দেখার জন্য রেলবন্দর সংলগ্ন আনন্দবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলতলা নামক স্থানে পৌঁছালে বন্দরের রেল লাইনের উপর ৭/৮ মাদক ব্যবসায়ীর সঙ্গবদ্ধ দল মাদক বিক্রি ও সেবন করছে দেখে ক্যামেরা দিয়ে এ দৃশ্যের একটি তোলেন। এ ঘটনা টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মুহূর্তের মধ্যে ছুটে এসে সাংবাদিক বাকুর উপর হামলা চালায়। এক পর্যায়ে মাদক ব্যাবসায়ী নিজাম রেল লাইনের পাথর দিয়ে সাংবাদিক বাকুর মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। তার আর্ত চিৎকারে লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ওই দিনই সাংবাদিক নুরুল আলম বাদি হয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার মৃত রওশন কাসারির ছেলে নিজাম (৪৫), পাঠান পাড়ার মৃত আঃ গফুরের ছেলে আঃ কুদ্দুস (৩২), কলেজ পাড়ার আঃ ছাত্তারের ছেলে রিপন (৩৮) ও অজ্ঞাতনামা আরও ২/৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকরা দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা করে এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপনসহ অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। এদিন রাতেই অভিযান চালিয়ে আসামী রিপনকে তার নিজ বাড়ী থেকে আটক করেছে দর্শনা পুলিশ। অভিযোগ রয়েছে বাকি আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে আটক না করে খুঁজে না পাওয়ার অযুহাত দেখাচ্ছে। বর্তমানে আহত সাংবাদিক নুরুল আলম বাকু চিকিৎসাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ