Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে চরম বিপর্যয়

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 জাতীয় গ্রীডের বরিশাল-ফরিদপুর-ভেড়ামাড়া ১৩২কেভী ডবল সার্কিট সঞ্চালন লাইনে গোলযোগের কারণে গতকাল দুপুর ১২টা ২৮মিনিটে সমগ্র দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবারহে চরম বিপর্যয় নেমে আসে। এনিয়ে গত একমাসে বরিশালসহ দক্ষিণাঞ্চলে তিনবার গ্রীড বিপর্যয় ঘটল। এগোলযোগের কারণে গতকাল দুপুর সাড়ে ১২টার পরে বরিশালে সামিট পাওয়ারের ১১০মেগাওয়াট ট্রিপ করার পাশাপাশি দপুর ১২টা ৪৫মিনিটে ভোলার ২২৫মেগায়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনটি বন্ধ করে দিতে হয়। ফলে গোটা দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে যায়। সন্ধায় এরিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন প্রায় স্বাভাবিক হলেও উৎপাদন ও সরবারহ সঙ্কট অব্যাহত ছিল। ফলে চাহিদার অর্ধেকের বেশী বিদুৎ সরবারহ সম্ভব হচ্ছিল না।
গতকাল দুপুর ১২টা ২৮মিনিটে বরিশাল-ফরিদপুর-ভেড়ামাড়া ১৩২কেভী ডবল সার্কিট সঞ্চালন লাইনের বরিশাল মাদারীপুর অংশের একটি সার্কিট ট্রিপ করে। এসময় সমগ্র দক্ষিণাঞ্চলে ফ্রিকোয়েন্সীও নেমে যায়। গোলযোগপূর্ণ সার্কিটটি চালু না হলেও মিনিট খানকের মধ্যে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হলেও মিনিট দশেকের মধ্যে পুনরায় গোলযোগ সৃষ্টি হলে সব সার্কিট বন্ধ হবার পাশাপাশি বরিশালে সামিট পাওয়ারের ১১০মেগায়াটের পাওয়ার স্টেশনটি ট্রিপ করে। ফলে পুরো সঞ্চালন ও বিতরণ ব্যাবস্থায় বড় ধাক্কা আসে। গোটা দক্ষিণাঞ্চলই বিদ্যুৎ শূণ্য হয়ে পড়ে। দ্রুততার সাথে ভোলার ২২৫মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনটিও বন্ধ করে দেয়া হয়। এর পরে ঘন্টাখানেকের চেষ্টায় বরিশাল-ভান্ডারিয়া-বাগেরহাট-খুলনা ১৩২কেভী সিঙ্গেল সার্কিটটি থেকে দুপুর পৌনে দুটার দিকে বরিশালের গ্রীড সাব-স্টেশন ও পরবর্তিতেত পটুয়াখালী গ্রীড সাব-স্টেশন ছাড়াও বরিশালের ৩৩/১১কেভী সাব স্টেশনের স্টেশন লোড গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে বরিশালে মাত্র ১০মেগাওাট এবং পটুয়াখালী ও ভোলাতে অতি সিমিত কিছু বিদ্যু সরবারহ করা হয়। সব মিলিয়ে দেড়শ মেগাওয়াট চাহিদার বিপরিতে দুপুর থেকে সন্ধা পর্যন্ত ৫০মেগায়াটের মত বিদ্যুৎ সরবারহ করা হচ্ছিল সমগ্র দক্ষিণাঞ্চলে। ফলে সন্ধা পর্যন্ত সমগ্র দক্ষিণাঞ্চল যুড়ে বিদ্যুতের হাহাকার চলছিল। বরিশালের ১১০মেগাওয়াটের সামিট পাওয়ার স্টেশনটি সন্ধা পর্যন্ত চালু করা সম্ভ হয়নি। ভোলার ২২৫মেগায়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার স্টেশনটির ৩টি ইউনিটের ২টি সান্ধ পীক আওয়ারের আগে চালু হলেও তৃতীয় ইউনিটটি চালুর চেষ্টা চলছিল। সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমগ্র দক্ষিণাঞ্চলে ১৩০মেগাওয়অট চাহিদার বিপরিতে সরবারহ ছিল ৯০মেগায়াটেরও কম। এব্যাপরে গতকাল পাওয়ার গীড কোম্পানীর পশ্চিম জোনের ডিজিএম-এর সাথে তার সেল ফোনে যোগাযোগের বহু চেষ্টা করেও তা বন্ধ পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ