Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাওনা টাকা দিতে অস্বীকার করায় আত্মহত্যা

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাওনা টাকা দিতে অস্বীকার করায় পাওনাদার আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার পীড়ারবাড়ি গ্রামে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, পীড়ারবাড়ি গ্রামের পরিক্ষীত বাড়ৈর ছেলে রাধাকান্ত বাড়ৈর কাছ থেকে ৬ বছর পূর্বে ১ লক্ষ ৬০ হাজার টাকা নেয় একই গ্রামের বিভুদান বাড়ৈর ছেলে মেহন্ত বালা (৪৫) এর পর আজ দিব কাল দিব বলে দীর্ঘ ৬ বছর ঘুরাতে থাকে সর্বশেষ মঙ্গলবার সকালে রাধাকান্ত তার পাওনা টাকা চাইতে হেমন্ত বালার বাড়ীতে গেলে সে অনেক তালবাহানা শেষে টাকা দিতে অস্বীকার করে। এ সময় রাধাকান্ত খুব আকুতি করে বলে যে, জমি বিক্রির টাকা তোমাকে দিয়েছি, টাকাটা দিয়ে দাও, আজ টাকা না দিলে আমি মারা যাব, তখনো হেমন্ত টাকা দিতে অস্বীকার করে বলে তুমি মরলে আমার কিছুই হবে না। এর পর রাধাকান্ত বাড়ৈ (৫০) মনের কষ্টে বিষ পান করে। এরপর অনেক গড়িমসি করে বেলা ৬টার দিকে তাকে মুমুর্ষ অবস্থায় ফরিদপুর মেডিকেল হাসপাতালে নিয়েগেলে রাত ৮টায় সে মারা যায়। নিহতের স্ত্রী শোভারানী বাড়ৈ অভিযোগ করে বলেন, ৫/৬ বছর আগে সাড়ে ৭ কাঠা জমি বিক্রি করে ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়েছি হেমন্ত বালাকে তার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে, আমি তার শাস্তি চাই, তিনটি সন্তান নিয়ে আমি এখন কি ভাবে বাচবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ