Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সম্পদ বিবরণী দিতে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে দুদকের নোটিশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম একরামউল্লাহ ও তার পরিবারের চার সদস্যকে সম্পদ বিবরণী জমা দিতে নোটিস দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য জানান, একরামউল্লাহর বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এ নোটিস দেওয়া হয়েছে। নোটিসে একরামউল্লাহ, তার স্ত্রীর আতিচা খাতুন, ছেলে মোঃ আকিব একরাম এবং মেয়ে আনিকা একরাম- এই চারজনের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর অস্থাবর সম্পদ, দায়-দেনা এবং আয়ের উৎসের বিস্তারিত বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের উপ পরিচালক জানান, সাত কার্যদিবসের মধ্যে তাকে তার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে মধ্যে বিবরণী জমা না দিলে দুদক আইনের ২৬ এর ২ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে নোটিসে। এ কে এম একরামউল্লাহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ