Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডা. কামরুল হাসান খান আইপিপিএনডবিøউ’র সহ-সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান নোবেল বিজয়ী পারমানবিক যুদ্ধ প্রতিরোধ বিষয়ক চিকিৎসকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফিজিশয়ান্স ফর দি প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার (আইপিপিএনডবিøউ)-এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার যুক্তরাজ্যের ইয়র্কে অনুষ্ঠিত আইপিপিএনডবিøউ’র সম্মেলনের সমাপনী দিনে ডা. কামরুল হাসান খানকে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত করা হয়। এর ফলে দক্ষিণ এশিয়ার নিউক্লিয়ার বিরোধী কর্মসূচি আরো বেগবান হবে বলে আশা করা যাচ্ছে। বর্তমান বিশ্ব বাস্তবাতায় পারমানিক যুদ্ধসহ পারমানবিক অস্ত্রের ব্যবহারের ঝুঁকি ক্রমশ বাড়ছে। এ অবস্থায় বিশ্বের ৬৪টি দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সচেতন নাগরিকদের প্রিয় সংগঠন আই.পি.পি.এন.ডবিøউ উপযোগিতা ও গুরত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ১৯৮৩ সালে নোবেল বিজয়ী এই সংগঠনটি পারমানবিক অস্ত্র ব্যবহার জনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে কাজ করে যাচ্ছে। আই.পি.পি.এন.ডবিøউ-এর বাংলাদেশের অঙ্গসংগঠন হচ্ছে পিএসআর বাংলাদেশ। যা বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসকদের দ্বারা পরিচালিত। পিএসআর বাংলাদেশ খাদ্যে ভেজাল, ছোট অস্ত্র ব্যবহার রোধ এবং জঙ্গিবাদ প্রতিরোধের মত বিষয়ে জনমত গঠন করতে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গ উল্লেখ্য, চলতি মাসের ৩-৬ সেপ্টেম্বর ইংল্যান্ডের ইয়র্কে অনুষ্ঠিত হয় আই.পি.পি.এন.ডবিøউর কেন্দ্রীয় সম্মেলন। এতে সারা বিশ্বের চিকিৎসকদের পাশাপাশি অংশ নেন প্রচুর মেডিকেল শিক্ষার্থী। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পিএসআর বাংলাদেশের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. এ.কে.এম সালেক। এদিকে ডা. কামরুল হাসান খান আইপিপিএনডবিøউ-এর সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ