Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে তুরাগ নদীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪৩ এএম

সাভারের তুরাগ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হলে বুধবার সকালে তার লাশটি ভেসে উঠে।
নিহত হারুন শিকদার (২১) সাভারের কলমা উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী নহর শিকদারের ছেলে। সে গণ বিশ্বববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, কলমা উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হারুন শিকদার বন্ধুদের সাথে মঙ্গলবার দুপুরে তুরাগ নদীর বিরুলিয়া ঘাটে গোসল করতে যায়। তখন তারা বিরুলিয়া ব্রিজের উপর থেকে নদীতে লাফ দেয়।
তবে লাফ দিয়ে সকলেই নদী থেকে উঠে আসলেও নিখোঁজ হয় হারুন। পরে স্থানীয়রা ও টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
অবশেষে বুধবার সকালে ঘটনাস্থলের পাশে তার লাশ ভেসে উঠে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই তারিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিরুলিয়া ব্রিজের পাশে তার লাশ ভেসে উঠে। পরে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ