Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে বাস-কভার্ডভ্যান সংঘর্ষ: নিহত ৫

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৫ এএম

নরসিংদীর মাধবদীতে বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার ভোর ৬টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাধবদী থানার ওসি মো.ইলিয়াস জানান, বাসটি নরসিংদীর মনোহরদী থেকে ঢাকা যাচ্ছিল । পথে একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ৫ জনের মৃত্যু হয়।
এ সময় আরো ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধারের পর নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
এদিকে হতাহতদের উদ্ধার তৎপরতার মধ্যে সকাল পৌনে ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ