বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলা সংবাদদাতা : কোরবানীর ঈদের পর রাজধানী ঢাকা কর্মস্থলে ফেরা যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। গফরগাঁও থেকে ঢাকা ফেরার একমাত্র সহজ পথ হচ্ছে রেল পথ। সময় কম লাগে ও সম্পুর্ণ নিরাপথ এবং ভাড়া কম লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি ট্রেনে তিলধারনের জায়গা নেই। প্রতিটি বগিতে উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। সীমিত টিকিট বরাদ্দ থাকলে ও বেশীয় ভাগ যাত্রী সিটবিহীন টিকেট ও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে চলাচল করতে হচ্ছে। ভুমি মন্ত্রণালয়ে চাকুরীরত গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামের মোঃ মাসুদ মিয়া জানান, নাড়ীর টানে গ্রামে এসে ছিলাম আতœীয়-স্বজন নিয়ে কোরবানীর ঈদ করার জন্য। কিন্তু ট্রেনের প্রচন্ড ভীড়েরের জন্য করার কিছুই নেই। তবে ঈদের মধ্যে ৬দিন বন্ধ দেয়া হলে যাতায়াতে কিছুটা সুবিধা হতো। বেশীয় ভাগ যাত্রীদের বক্তব্য যে, গফরগাঁও উপজেলাসহ পার্শ^বর্তী উপজেলা হোসেনপুর, নান্দাইল, ভালুকা ও ত্রিশাল উপজেলার জনসাধারণ গফরগাঁও হয়ে ট্রেনযোগে ঢাকা যাতায়াত করে থাকে। ফলে গফরগাঁও থেকে ঢাকা মুখী আন্তঃনগর ট্রেন চালু করা দরকার। এতে করে রেল বিভাগের লাখ লাখ টাকা রাজস্ব বৃদ্ধি পাবে অনায়াসে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের মধ্যে গফরগাঁও রেলষ্টেশনে লাখ লাখ টাকা রাজস্ব হয়ে থাকে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।