Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা শ্রীপুর উপজেলার নাকোল কমলাপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। সে নাকোল কমলাপুর গ্রামের আনিসুর রহমানের মেয়ে । ধর্ষিত মেয়েটি নাকোল সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। এ ঘটনায় ধর্ষক নাসিরকে শ্রীপুর থানায় সোর্পদ করা হয়েছে। মেযেটির মা মরিয়ম বেগম জানান, মঙ্গলবার সকালে তার মেয়ে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্য স্কুলে যাচ্ছিল। এ সময় একই গ্রামের আকবর মোল্যার ছেলে নাসির পথিমধ্যে ওতপেতে ছিল। নাসিরের বাড়িতে কেউ না থাকায় সে জোর পূর্বক তাকে ধরে নিয়ে নিজ বাড়িতে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে ফিরে সব ঘটনা আমাকে খুলে বলে। এ সময় মেয়েটির বাবা মাঠে কাজ করছিল। আমি তাকে সব ঘটনা খুলে বললে সে নাসিরের বাড়ি গিয়ে তাকে ধরে এনে তাদের বাড়িতে দড়ি বেধেঁ গ্রামের চেয়ারম্যান ও মেম্বারদের খবর দেয়। পরে গ্রামের চেয়ারম্যান নাসিরকে শ্রীপুর থানায় সোর্পদ করে ।
মেয়েটির মা আরো জানান , ধর্ষণের পর তার মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছ্।ে এ ঘটনায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষক আমাদের জিম্মায় আটক রয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ