Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটখিলে গোবিন্দপুর -আমানত শাহ মিয়াজী মসজিদ সড়কটির বেহাল দশা

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা: চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড গোবিন্দপুরÑআমানত শাহ মিয়াজীর মসজিদ সড়কটির বেহাল দশা, জন দূর্ভোগ চরমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের আশেপাশে আছে স্কুল, মাদ্রাসা, মসজিদ, মক্তব। তাছাড়া এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠী এই রাস্তা দিয়েই শহরে বন্দরে যেতে হয়। স্কুলÑমাদ্রাসায় পড়–য়া ছাত্রÑছাত্রীদের যাতায়াতের কষ্টের কারণে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। প্রায় ৩ কিলোমিটার কাছা সড়কটি যানবাহন চলাতো দূরের কথা মানুষজনের চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, ইতিপূর্বে আমরা এই রাস্তাটির মেরামতের জন্যে স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ’র কাছে বার বার আবেদন করেছি। তাছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আনোয়ারের বাড়ীর সামনের এই রাস্তা। এলাকার প্রবীন তাজুল ইসলাম, মারুফ হোসেন, আবু তাহের জাহাঙ্গীর আলম, সোলায়মান বাবর সহ কয়েকজন লোক অবস্থায় বলেন, বাংলাদেশে বর্তমানে এত অবহেলিত কোন রাস্তা আছে বলে আমাদের মনে হয় না। জরুরী কোন মুমূর্ষু রোগী উন্নত চিকিৎসার জন্যে নেওয়ার পথেই মারা যায়। তাছাড়া উপজেলার অত্যান্ত গুরুত্বপূর্ণ আমানত শাহ মিয়াজীর মসজিদে আসাÑযাওয়া করতে মুসল্লীরা অনেক কষ্ট করতে হয়। তাই আমাদের দাবি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে যেন অতি দ্রæত এই রাস্তাটির পরিপূর্ণভাবে নির্মাণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ