Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

তাড়াইলে ইউসেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ছাত্রদের সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব তাড়াইল’র (ইউসেট) উদ্যোগে গত রোববার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামছুজ্জামান ভূঞা, শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও চা প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এম মোজাম্মেল হক খোকন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঞা কাঞ্চন, নরসিংদীর এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদাউস ওয়াহিদ রায়হান। ইউসেটের সভাপতি মোজাম্মেল আহমেদ তানভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ্র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. আবুল হাসান রনি, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক তানভীর আহমেদ, করিমগঞ্জ কলেজের প্রভাষক স¤্রাট জহিরুল ইসলাম জীবন, এনটিটাস আইটি লি. এর পরিচালক বাপ্পী দত্ত, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্ প্রমুখ। অনুষ্ঠানে ২৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবধর্বনা ও তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ