প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মুভিলর্ড খ্যাত ডিপজল প্রতি বছরের মতো এবারও ব্যাপক পরিসরে কোরবানি দিয়েছেন। তার এই কোরবানির বেশিরভাগ জুড়েই থাকে অসহায় দুঃস্থরা। পাশাপাশি যেসব দরিদ্র মানুষ কোরবানি দিতে পারে না, তাদেরকেও কোরবানি দিতে সহায়তা করেন। তবে এবার তিনি উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কোরবানি দেয়ার ব্যবস্থা করেন। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় গরু কিনে কোরবানি দিয়েছেন। সেসব এলাকায় ১৮টি গরু কিনে কোরবানি দেন। তবে গরু জবাই করে গোশত বিলি করেননি, কোরবানির গোশত রান্না করে বন্যার্ত পরিবারের মধ্যে বিলি করেন। এ ব্যাপারে ডিপজলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এবারের বন্যায় দেশের উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষ বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। তাদের একবেলা খাবার যোগাড় করতে যথেষ্ট কষ্ট করতে হয়। এসব মানুষের মধ্যে ঈদের সময় পেটভরে একবেলা খাওয়ার জন্য উদ্যোগটি নিয়েছিলাম। কোরবানি প্রতিবছরই দেয়া হয়। তবে আমি মনে করি, নিজের কোরবানির চেয়ে বেশি জরুরি অসহায় দুঃস্থ মানুষদের উপলক্ষ করে আল্লাহর নামে কোরবানি দেয়া। ঈদের সময়টায় এসব মানুষ যাতে অন্তত এক-দুই বেলা ভালভাবে খেতে পারে, এ লক্ষ্য নিয়েই কোরবানি দেই। এবারের বন্যায় লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এ ক্ষতি পুষিয়ে উঠতে অনেক সময় লাগবে। তাই কোরবানির এ সময়টায় তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।