Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

শেষ পর্যায়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বাছাই পর্ব

শফিক রহমান : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করতে যাচ্ছে। ইতোমধ্যে প্রতিযোগিতায় অনলাইনে রেজিষ্ট্রেশন করেন ২৬ হাজার ৩ শত ৭৮ জন। সেখান থেকে বাছাইপর্বে জয়লাভ করেন ১ হাজার ৭৪ জন। এরপর বিচারক মন্ডলীর রায়ে জয়লাভ করেন ১৩০ জন তরুণী। এদের মধ্যে থেকে মেধা যাচাইয়ে নির্বাচিত হবেন প্রথমে ৪০ জন, ক্রমান্বয়ে ২০জন, ১৫জন, ১০জন, ৫জন এবং এরপর সর্বশেষ এক জন। উদ্যোক্তারা জানান, গত ২২ আগস্ট থেকে বাছাই করা তরুণীদের নিয়ে শুরু হয়েছে তৃতীয় রাউন্ড। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪র্থ রাউন্ডে এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে। এই এন্ট্রিতে সুযোগ থাকছে দেশে বিদেশে প্রতিষ্ঠিত মডেল, প্রবাসী বাংলাদেশি অভিনেত্রীদেরও। সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার এই আসর স¤পর্কে অমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান বলেন, এই প্রতিযোগিতায় আমাদের দেশের মেয়েরা তাদের মেধা, উৎকর্ষতা, মনন, পোশাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তারা দেশের ঐতিহ্য, নারীর অগ্রযাত্রার কথা তুলে ধরবেন এই প্রতিযোগিতায়। এটা আমাদের জন্য দারুণ আনন্দের। তিনি আরও বলেন, ইতোপূর্বে মিসওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিকিনি বা সুইমিং কস্টিউমের একটা রাউন্ড ছিল। কিন্তু ২০১৫ সাল থেকে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এই রাউন্ডটি বাতিল করেছেন। এখন প্রতিযোগীরা নিজ নিজ দেশের পোশাক পরেই এতে অংশ নিতে পারবেন। মিসওয়ার্ল্ড কর্তৃপক্ষের এই ঘোষণার পর থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোও তাদের প্রতিনিধি পাঠাতে শুরু করেন। অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, এরই মধ্যে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত সেরা সুন্দরীদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে পরবর্তী ধাপের কার্যক্রম। পর্যায়ক্রমে বিভিন্ন পর্ব শেষে গালা রাউন্ড হবে ২৯ সেপ্টেম্বর। যিনি মিসওয়ার্ল্ড বাংলাদেশ হবেন, তিনিই ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ