Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্ত গাইলেন শিশিরের সঙ্গে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জি বাংলা'র সারেগামাপা চ্যাম্পিয়ন অন্বেষা দত্ত বাংলাদেশে প্রথমবারের মতো গান গাইলেন। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল শিল্পী শিশির'র সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তিনি। ‘জোছনার লুকোচুরি’ শিরোনামের গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। মুশফিক লিটু'র সংগীতায়োজনে সুর করেছেন নাজির মাহমুদ। মাই সাউন্ডের ব্যানারে ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে। গান স¤পর্কে অন্বেষা দত্ত বলেন, শিশির দা যখন আমার সঙ্গে গানটির ব্যাপারে যোগাযোগ করেন, তখন তাঁকে আমি ট্র্যাক পাঠাতে বলি। গানের কথা, সুর ও সংগীত আমিসহ আমার ফ্যামিলির সকলের ভীষণ ভালো লাগে। পরবর্তীতে শিশির দা কলকাতায় এসে ‘ভায়োলিনা’ স্টুডিতে গানটির কণ্ঠ ধারণ করে নিয়ে যান। বাংলাদেশের কোনো গানে কণ্ঠ দিতে পেরে আমিও ভীষণ একসাইটেড। গানটির সাফল্য কামনা করছি। ভালো সুযোগ পেলে বাংলাদেশে আবারও গাইতে চাই। শিশির বলেন ২০১৫ সালের ভ্যালেন্টাইনে রিলিজ হওয়া আমার প্রথম একক অ্যালবাম ‘একটা স্বপ্ন’র টাইটেল গানটি আলোচিত হওয়ার কারণে আবারও ভালো কিছু গান করার উদ্যোগ নেই। সে উদ্যোগেরই প্রথম প্রয়াস-অন্বেষা আর আমার ‘জোছনার লুকোচুরি’ গানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ