Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের গণসংযোগ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত ও তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী গনসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। গনসংযোগকালে তিনি নির্যাতিত ও অসুস্থ বিএনপি নেতাকর্মীদেরও খোঁজ খবর নেন। গনসংযোগ কালে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম উলফা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইউসুফ আলী, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নবী, মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, রায়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার উদ্দিন, রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মহাসীন আলি, বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা, রাখালগাছি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শুকুর আলী, ঝিনাইদহ জেলা জিয়া পরিষদের সাবেক আহŸায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য শফিকুল ইসলাম টুটুল, বিএনপি নেতা সিরাজুল ইসলাম লস্কর, বিএনপি নেতা ইব্রাহিম ভ‚ইয়া, কালীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলাহী হোসেন, ৫নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ন কবির, বিএনপি নেতা রফিউদ্দিন ও সাবেক ছাত্রনেতা মতিয়ার রহমান মতির কবর জিয়ার ও ফাতেহা পাঠ করেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ৫ নং শিমলা-রোকনপুর, ৬নং ত্রিলোচনপুর, ১১ নং রাখালগাছি ৪নং নিয়ামতপুর, ৭নং রায়গ্রাম ও ৮নং মালিয়াট ইউনিয়নের মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগকালে সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করার জন্য দলের কাছে মনোনয়ন চাইবো। আমি ধানের শীষ নিয়ে আপনাদের পাশে থাকতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ