রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ইংরেজি বিভাগের জনপ্রিয় শিক্ষক ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে----রাজেউন)। তিনি কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মৃত শহর আলী মন্ডলের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শিক্ষক আবু বকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার সুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার ভোরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। শিক্ষক আবু বকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার আত্মীয় স্বজন ছাড়াও দলীয় নেতাকর্মী ও স্কুলের ছাত্রছাত্রীরা ছুটে যান গ্রামের বাড়িতে। প্রিয় স্যারকে এক নজর দেখতে ভীড় জমাতে থাকেন। মঙ্গলবার বাদ জোহর লক্ষিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আশরাফুল আলম, তালসার কলেজের শিক্ষক শরিফুল ইসলাম ও লক্ষিপুর জামে মসজিদের ইমাম আব্দুল খালেক জানাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। দাফন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।