রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ শহরের পবহাটি ট্রাক টার্মিনাল এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে আফিল উদ্দীন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুর দুইটার দিকে ট্রাক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঝিনাইদহ শহরের ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের সাবদার হোসেনের ছেলে তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি আফিল উদ্দীনের লাশ হাসপাতালে রেখে চলে যায়। মৃত ব্যক্তি আফিল উদ্দীন হিসেবে রেজিস্টারে উল্লেখ থাকলেও তার পিতা এবং গ্রামের নাম রেজিস্টারে উল্লেখ নেই। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুনীতি রানী জানান, দুপুর দুইটার দিকে নিজেকে তরিকুল পরিচয় দিয়ে এক ব্যক্তি আফিল উদ্দীনকে নিয়ে আসেন। কিন্তু অনেক আগেই তার মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তির মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন আছে। তরিকুল জানিয়েছেন, ট্রাকে উঠে বাশ বাধার সময় আফিল উদ্দীন নিচে পড়ে যায়। বিষয়টি ঝিনাইদহ সদর থানাকে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।