Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে দ্বিগুণ মূল্যে টিকিট বিক্রির অভিযোগ

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ঢাকাগামী বাস ও ট্রেনের টিকিটের হাহাকার চলছে। এই সুযোগে দ্বিগুন মূল্যে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। সাড়ে ৪‘শ থেকে ৫‘শ টাকার টিকিট ৮‘শ টাকা থেকে ১‘হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবুও টিকিট মেলানো দুস্কর হয়ে পড়েছে। টিকিটের অদৃশ্য সংকট ঈদের পর অন্তত ১৫ দিন পর্যন্ত চলবে। নানা অজুহাতে দ্বিগুন মূল্যে টিকিট বিক্রির ফাঁদ পেতে বসেছে স্বনামধন্য বাস কাউন্টারগুলি। ঈদ করতে এসে টিকিটের পেছনে ছুটতেই দিন শেষ হয়ে যাচ্ছে কারো কারো। ঈদের আগে হানিফ স্পেশাল বাসের টিকিট বুকিং দিয়েও পাওয়া যাচ্ছে না। হানিফ কাউন্টার ম্যানেজার রেজাউল ইসলাম বলেন, ৩টি হানিফ গাড়ি উল্টে যাওয়ায় স্পেশাল টিকিট দেয়া হচ্ছে না। পাশে সালমা কাউন্টারে যোগাযোগ করতে বলেন। সালমা কাউন্টার থেকে জানানো হয় ঢাকাগামী জয়পুরহাট ট্রাভেলস ভাড়া নিয়ে চালানো হচ্ছে। প্রতি টিকিট ৮শ টাকা লাগবে। ভুক্তভোগীরা প্রতি ঈদে নাড়ীরটানে বাড়ি ফিরে এভাবেই সিমাহীন দুর্ভোগে পড়েন। যাত্রীদের অভিযোগ টিকিট থেকেও দেওয়া হয়না। বেশি টাকা দিলে টিকিট মিলে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া দুর্ভোগ নিরসন সম্ভব নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ