Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহিঙ্গা হত্যার বিচারের দাবিতে মংলায় মানবন্ধন

মংলা প্রতিনিধি | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১:০০ পিএম

মায়ানমার সরকার প্রধানদের ফাঁসির দাবি করে মংলায় মানববন্ধন করেছে মংলা পৌর নাগরিক সমাজ। “রহিঙ্গাদের বাঁচাও বিশ্ববাসী গনহত্যা রুখে দাড়াও” শ্লোগানে মঙ্গলবার ৫ সেপ্টম্বর সকালে পৌরভবনের সামনে এ মানব বন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে রহিঙ্গা মুসলমানদের নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে সব শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন মংলা নাগরিক সমাজের আহবায়ক সাংবাদিক এইচ এম দুলাল, মংলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাসান গাজী ও সার্ভিস বাংলাদেশের নুর আলম শেখ ,মংলা আলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রুহুল আমীন, বাজার মসজিদের ঈমাম ও খতিব মাওঃ তৈয়বুর রহমান।

এসময় বক্তারা মিয়ানমারে মুসলিম রহিঙ্গাদের গনহত্যার বিচারের দাবিতে মায়ানমার সরকার প্রধানদের ফাঁসির দাবি করেন। নবেল পুরস্কার বাতিল করে মায়ানমারের নেত্রী অং সাং সুচিরও বিচারের দাবী তোলেন বক্তারা। বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার নেতারা আজ কোথায় , বিশ্ববাসীর এ হত্যার নির্মমতা দেখলেও মানবাধিকার নেতাদের চোখে ধরা পড়ছেনা। সবাইকে ঐক্যবদ্ধভাবে এ হত্যার বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানানো হয়।



 

Show all comments
  • Anisur ৫ সেপ্টেম্বর, ২০১৭, ২:৩৯ পিএম says : 0
    May Allah help them
    Total Reply(0) Reply
  • ড. মোহাঃ এমরান হোসেন ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৪৩ পিএম says : 0
    মানবন্ধন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে তাদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার জন্য ফান্ড গঠন করার আহবান জানাচ্ছি। আমি তাদের সাহায্যার্থে কিছু দিতে চাই কিন্তু কিভাবে দিব কাকে দিব বুঝতে পারছি না। সারা বাংলাদেশ থেকে অর্থ সংগ্রহ করলে খুব ভাল হত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ