Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে দুই সহোদর ‘জঙ্গি’ আটক

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৫২ এএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করেছে র‍্যাব-১২।

গতকাল সোমবার রাতে র‍্যাব এই অভিযান চালায়। অভিযানে আটক দুজন সহোদর বলে র‍্যাবের ভাষ্য।

আটক ব্যক্তিরা হলেন সৈয়দ নুরুল হুদা ওরফে মাসুম (৩৪) ও সৈয়দ মাজহারুল ইসলাম ওরফে খোকন (২৮)। তাদের বাবার নাম সৈয়দ আবুল হাসান চিশতিয়া। বাড়ি এলেঙ্গা পৌরসভার মসিন্দা গ্রামে।

র‍্যাবের ভাষ্য, আটক ব্যক্তিদের কাছ থেকে ড্রোন, কয়েকটি চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১২–এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেলা হয়। বাড়িটিতে রাতভর অভিযান ও তল্লাশি চালানো হয়। রাতেই দুই ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঢাকার মিরপুরের মাজার রোডের একটি জঙ্গি আস্তানার তথ্য দেন।

অভিযানকালে র‍্যাব-১২–এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি সেলিম মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ