পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামীকাল বুধবার জেদ্দা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি-২০১২) ৪১৯জন হাজী নিয়ে দুপুরের দিকে ঢাকায় এসে পৌছবে। এর আগে বিমানের শিডিউল ফ্লাইট (বিজি-০৩৮) যোগে জেদ্দার স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় প্রথম বাংলাদেশী হাজীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। শিডিউল ফ্লাইটের হাজীগণ সকালের দিকে ঢাকায় এসে পৌছবেন। জেদ্দা থেকে আইটি’র সমন্বয়কারী কবির এতথ্য জানান। শিডিউল ফ্লাইটসহ বিমানের চারটি ফ্লাইট যোগে হাজীগণ দেশে পৌছবেন। একই দিন সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট (এসভি-৮০৬) বাংলাদেশী হাজী নিয়ে ঢাকায় পৌছবেন। এ দিনে সাউদিয়ার ৬টি ফিরতি ফ্লাইট যোগে হাজীগণ ঢাকায় পৌছবেন। ফিরতি হজ ফ্লাইটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশী হাজীগণ দেশে ফেরার জন্য অধীর আগ্রহ নিয়ে মক্কায় অপেক্ষা করছেন। প্রথম ফিরতি হজ ফ্লাইটের হাজীগণ আজ মক্কায় বিদায়ী তাওয়াফ সম্পন্ন করবেন। মক্কা থেকে হাবের ইসি’র অন্যতম সদস্য আলহাজ অ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের এতথ্য জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।