Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ৫ জানুয়ারি মার্কা নির্বাচন হবে না মির্জা ফখরুল

| প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সহায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাখ্যা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার বুঝিয়েছি, যারা নির্বাচনের সময় কাজ করবে। এ ক্ষেত্রে ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয়।
\গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের যে চিন্তা তার সঙ্গে বিএনপির চিন্তার মিল নেই। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি দলের ওপর অন্যান্য রাজনৈতিক দলের বিশ্বাস এবং আস্থা থাকে না। তাই ১৯৯৬ সালের নির্বাচনের সময় একটি সহায়ক সরকারের কথা আওয়ামী লীগ বলেছিল, যার অধীনে তিনটি নির্বাচনও হয়েছে। জনগণ তা গ্রহণও করেছে। কাদের সিদ্দিকী গুরুতর অসুস্থ জানিয়ে তিনি তার আরোগ্য কামনা করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেনসহ দলের আরো অনেকে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সহায়ক সরকারের ব্যাপারটি পুরোপুরি পরিবর্তন করে ফেলেছে এবং ২০১৪ সালের নির্বাচন তারা সেভাবেই করেছে। এ দেশের মানুষ সে নির্বাচন গ্রহণ করেনি। বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামী লীগ ১৫৪ জনকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেছে। এ জন্য এ সরকারের বৈধতাও নেই। আবার তারা সেই চেষ্টা করছে। কিন্তু দেশে আর ৫ জানুয়ারি মার্কা নির্বাচন হবে না।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বলছি, আলাপ-আলোচনার ভিত্তিতে সহায়ক সরকারের ব্যবস্থা করেই আমরা নির্বাচনে যেতে চাই। আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণে হয়, আমরা সেটাও চাই। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করতে চায়, কিন্তু এবার তারা তা করতে পারবে না। গণতন্ত্রে বিশ্বাসীরা আওয়ামী লীগের এমন চিন্তা মেনে নেবে না। তিনি বলেন, আওয়ামী লীগ বলছে, সংবিধানের আলোকে নির্বাচন হবে। জনগণের কল্যাণে সংবিধান পরিবর্তন করা যায়। মানুষের জন্যই তো সংবিধান। বৃহত্তর জনগোষ্ঠীর আশা-আকাক্সক্ষার প্রতিফলন সংবিধান, তা পরিবর্তন করা যেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ