Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মেয়েকে বিদায় দিতে এসে মায়ের চিরবিদায়!

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মেয়েকে ট্রেনে তুলে দিয়ে বিদায় জানাতে রেলস্টেশনে এসে ট্রেনে কাটা পড়ে না ফেরার দেশে চলে গেলেন মা। নিজের চোখের সামনে মায়ের এ চিরবিদায়ের দৃশ্যে শোকে পাথর পুত্র-কন্যা-স্বামীসহ পুরো পরিববার। ঈদের দ্বিতীয় দিন রোববার রাতে বন্দরনগরীর বটতলী রেল স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লতিফা বানু (৪৭) নগরীর ঘাট ফরহাদ বেগ এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী। চট্টগ্রাম জিআরপি থানার ডিউটি অফিসার প্রিয়ময় চাকমা বলেন, ওই দম্পতির মেয়ে ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের যাত্রী ছিলেন। মেয়েকে বিদায় দিতে স্বামী-স্ত্রী ও তাদের একপুত্র রাতে স্টেশনে আসেন। মেয়ের সাথে তারাও ট্রেনে ওঠেন। ট্রেন ছেড়ে দেওয়ার পর তাড়াহুড়োয় নামতে গিয়ে লতিফা বানু দুর্ঘটনায় পড়েন।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে জিআরপি থানার ওসি এস এম শহিদুল ইসলাম বলেন, প্রথমে রাজ্জাক যখন নেমে যান; ট্রেন তখনও ধীর গতিতে চলছিল। এরপর ছেলের হাত ধরে লতিফা নামতে গেলে দড়জার কোনো অংশের সঙ্গে তার বোরকা আটকে যায়। এ সময় তিনি লাফ দিলে লাইনে পড়ে যান। ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। ছেলে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে গেলেও পেছনে ফেরে দেখেন মা ট্রেনের নীচে। সবার সামনেই তিনি কাটা পড়েন। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে আনার পর রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক লতিফা বানুকে মৃত ঘোষণা করেন। নগরীর ঘাটফরহাদ বেগের বাসিন্দা আবদুর রাজ্জাক ব্যবসায়ী। ঈদের ছুটিতে তাদের মেয়ে ঢাকায় শ্বশুড় বাড়ি থেকে মা-বাবার সাথে ঈদ করতে আসেন। ওই দিন রাতে তিনি ঢাকায় ফিরছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ