বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলার নব গঠিত পাগলা থানায় নৌকাডুবে একই পরিবারের তিন জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটে গত রোববার সন্ধা সাড়ে ৬টায় ইসলামপুর গ্রামের বইলাদার খালে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের প্রবাসী মোস্তফা কামালের মেয়ে মোছাঃ সাদিয়া আক্তার(১২) ও ছেলে সাকিব মোঃ আল হাসানকে(১১) সঙ্গে নিয়ে মোঃ মোস্তফা কামালের ছোট বোন মোঃ আছমা বেগম(২১) গত শনিবার ঈদের দিন বিকাল বেলা পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। গত রোববার সন্ধা সাড়ে ৬টার দিকে বাড়ি ফিরার পথে ৬জন যাত্রী নিয়ে ছোট কোষা নৌকায় নিজ গ্রামের বইলাদার খাল পাড় হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এতে অন্য তিন যাত্রী বেঁেচ গেলেও আছমা বেগম, সাদিয়া আক্তার ও সাকিব আল হাসান পানিতে তলিয়ে যায়। পরে পাগলা থানা পুলিশের সহায়তায় এলাকাবাসী তিন জনের লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ছোট কোষা নৌকায় ৬ জন যাত্রী নিয়ে পাড় হওয়ার সময় খালের মাঝামাঝি নৌকাটি ডুবে যায়। সাদিয়া আক্তার পাগলা সাহেব আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও সাকিব আল হাসান স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম বলেন, ঘটনাটি খুবই বেদনার। এই দম্পতির দুটিই সন্তান ছিল। ছেলে মেয়ে দুটি খুব মেধাবী ছিল। পাগলা থানার ওসি(তদন্ত) বাহালুল খান বাহার বলেন, ঘটনাটি এলাকার সব মানুষকে কাঁদিয়েছে। এ ধরনের অপ-মৃত্যু মেনে নেওয়া যায়না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।