Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দামুড়হুদায় চলন্ত বাসে নারী পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, যুবক আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে চলন্ত বাসে ঐশী নামে এক নারী পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শরীফুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। হামলাকারী শরীফুল রংপুরের পীরগঞ্জ এলাকার কোরবান আলীর ছেলে। পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, ঈদের ছুটি কাটিয়ে রোববার বিকালে যশোর থেকে ছেড়ে আসা একটি বাসে নিজ কর্মস্থল চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশ সদস্য ঐশী। বাসটি চুয়াডাঙ্গা দর্শনা সড়কে চলন্ত অবস্থায় ওই পুলিশ সদস্যকে ছুরি দিয়ে হামলা চালায় শরীফুল। এতে তার মাথায় মারাত্মকভাবে জখম হলে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ