Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ টেলিফিল্ম গল্পের ইলিশ

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

এনটিভিতে আজ দুপুর ২.২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘গল্পের ইলিশ’। পান্থ শাহরিয়ারের রচনায় ও নিয়াজ মাহবুবের পরিচালনায় এখানে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শর্মী মালা, আজাদ আবুল কালাম, তারিন জাহান, পার্থ বড়–য়া, তানিয়া হোসাইন প্রমুখ। ‘মধু পদ্মা নদীতে মাছ ধরার কাজ করে। নিজের জরাজীর্ণ ছেঁড়া জাল দিয়ে নদীতে মাছ ধরে, আর সেটা আগে থেকেই মহাজনের কাছে বিক্রির কথা হয়ে থাকে। মধুর দশ বছরের মেয়েটার বড় শখ একটা বড় ইলিশ মাছের। জালে ধরা পড়ে সব ছোট ছোট ইলিশ। মহাজনের কাছে শত অনুরোধেও মেয়ের জন্য একটা মাছ নিয়ে বাড়ি আসতে পারেনা মধু। বাড়ী ফিরে এসে মেয়েকে মিথ্যা বলা ছাড়া আর উপায় নেই। এভাবে রোজ দিনের মিথ্যার পর একদিন মধুর মেয়ে জেদ ধরে বসে আজ সে ইলিশ ছাড়া খাবে না, তাও আবার বড় ইলিশ। বাপ যতদিন ইলিশ না আনবে ততোদিন খাওয়া বন্ধ। এ কেমন জেদ মেয়ের? আর ধৈর্য্য রাখতে পারে না মধুর বউ। খুব মারে মেয়েটাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ