রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের নান্দাইল উপজেলা হাসপাতালের দীর্ঘ প্রায় ১ বৎসর যাবত এক্সরে মেশিন বন্ধ থাকায় চিকিৎসা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে। নান্দাইল উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির ২৭ নং সভায় বিষয়টি আলোচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এক্সরে মেশিন মেরামত করার অনুরোধ জানানোর দুই মাস পার হলেও আজ পর্যন্ত কর্তৃপক্ষ উক্ত বিষয়ে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন করেনি। একটি সূত্র জানায়, হাসপাতালের ১০ জন কর্মচারী একত্রিত হয়ে হাসপাতালের সম্মুখে ল্যাবটেন নামে একটি ডায়গনোসিস সেন্টার চালুর পর এক্সরে মেশিনটি আর সংস্কারের উদ্যোগ কেউ নিচ্ছে না। হাসপাতালের কর্মরত এক্সরে টেকনেশিয়ান ল্যাবটেনে জড়িত থাকার সুবাদে তারও এক্সরে মেশিনটি মেরামতের কোন আগ্রহ নেই। স্থানীয় ভাবে টেকনিয়শিয়ানের মাধ্যমে এক্সরে মেশিনটি জরুরী ভিত্তিতে মেরামতের সিদ্ধান্তক্রমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনাকে দায়িত্ব প্রদান করা হয়। বর্তমানে ৫০ শয্যা হাসপাতালে কনসালটেন্ট ডাক্তারের পদ আছে ১০টি কর্মরত আছে ৫ জন, মেডিকেল অফিসার উপস্বাস্থ্য কেন্দ্র ২১ জনের মাঝে কর্মরত আছে ৫ জন। দীর্ঘ প্রায় ৩ বৎসর ধরে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত আছে ডাক্তার অনুজা রায় বণিক, ডাক্তার জান্নাতুল ফেরদৌস, স্টাফ নার্স ১৯ জনের মাঝে কর্মরত ১৫ জন, তৃতীয় শ্রেণীর ১৭৭টি পদের মাঝে কর্মরত ১৩৪ জন, শূন্য আছে ৪৩টি পদ, চতুর্থ শ্রেণীর ৩০ জনের মাঝে কর্মরত আছে ১৮ জন, শূন্য আছে ১২ জন। নান্দাইল হাসপাতালে সর্বমোট ৯২ জন কর্মকর্তা কর্মচারীর পদ শূন্য থাকায় জোড়াতালি দিয়ে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভ্ট্টাচার্য্য জানান, প্রতিমাসে স্বাস্থ্য সেবা কমিটির সভার সিদ্ধান্ত উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। কমিটির সভাপতি সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন জানান শূন্যপদ পূরনের বিষয়টি তিনি ডিজি মহোদয়কে অবহিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।