রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামে ররাউজানে পুকুওে ডুবে দুইশিশু ও সড়ক দুর্ঘটনায় এক তরুনসহ তিনজনের মৃত্যু হয় গত শনিবার। জানা যায়, শনিবার চট্টগ্রাম-রাঙামাটিসড়কের বেরুলিয়া এলাকায় বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী আরিয়ান মুহাম্মদ প্রিন্স (১৫) নামের এক তরুনের মৃত্যু হয়। সে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডেরআবু মেম্বার বাড়ির প্রবাসী মুহাম্মদ বাবুর পুত্র ও সংযুক্ত আরব আমিরাতের আল-আইনজুনিয়র স্কুলের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে আত্মীয়বাড়িতে কোরবানী ফাতেহার গোশত দিয়ে বাড়ি ফেরার সময় হাটহাজারীমুখী একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো-জ-১১-০০৭১) সাথে ধাক্কা লাগলে চাচা মো. খোকনের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরিয়ান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন জে. কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাউজান হাইওয়ে থানার ওসি আহসান হাবীব। অপরদিকে গত শুক্রবার সেপ্টেম্বর ঈদেও আগের দিন রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী গ্রামের বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে আকলিমা (৮) ও পুত্র আব্দুর রহমান (৫) পুকুওে ডুবে মারা যায়। শুক্রবার দুপুর ১২টায় নিখোঁজ হলে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির সামনের পুকুর থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রোকনউদ্দিন। এই দুই পরিবারে ঈদের আনন্দেও পরিবর্তে শোকের মাতম চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।