রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে পবিত্র ঈদুল আযহার কোরবানির ১৫ হাজার ৬শ’ ২৯টি পশু জবাই করা হয়েছে। কাজিপুর উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডাঃ সোহেল আলম খান জানান, এ বছর ৮৩ হাজার ৬শ’ ৯০টি গরু, ৩৬ হাজার ৭শ’ ৮৮টি ছাগল, ১২ হাজার ৬শ’ ৯৩টি ভেড়া লালন-পালন করা হয়েছে। এর মধ্যে প্রায় কোরবানির ঈদের জন্য কাজিপুরের মানুষ ১৫ থেকে ১৬ হাজার পশু জবাই কবেন বলে এ তথ্য জানা গেছে। কাজিপুর পৌর সভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের আনাচে-কানাচে সাধারণ চাষিসহ খামারিয়া প্রতিবছরই কোরবানির ঈদের জন্য ব্যাপকভাবে পশু লালন-পালন করে। এসব পশুদের মধ্যে ৯০ ভাগই দেশীয় জাতের পশু। লালন-পালনকৃত এসব পশুদের মধ্যে দেড় লাখ টাকার গরু ও ২০ হাজার টাকার ছাগল রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।