Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কিশোরগঞ্জে চামড়াবাহী নৌকাডুবি, ২ ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৭, ৫:০৭ পিএম

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় কোরবানির চামড়াবাহী নৌকাডুবিতে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তারা হলেন, ইব্রাহিম (৫০) ও আবদুল মজিদ (৬০)।

সোমবার সকালে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের উলুয়ার হাওর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

ইব্রাহিম মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। আব্দুল মজিদ একই ইউনিয়নের উজারকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল মালেক জানান, কোরবানীর চামড়া সংগ্রহ করে রোববার রাতে নৌকায় করে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন থেকে পাচজন ব্যবসায়ী করিমগঞ্জের চামড়া বন্দরের দিকে যাচ্ছিলেন।

গভীর রাতে প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি চামড়াসহ ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে একটি গাছে আশ্রয় নিলেও পানিতে ঢুবে নিখোঁজ হন দু'জন। পরে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ