Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৪ পিএম | আপডেট : ১:২৭ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০১৭

ঈদুল আজহা শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে ঘরে ফেরা মানুষ। আজ সোমবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় চোখে পড়ার মতো।
অন্যদিকে চার দিন বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার থেকে চলাচল শুরু করবে মৈত্রী এক্সপ্রেস। ঈদের পরও সাতদিন পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেনগুলা।

কমলাপুর রেল স্টেশন সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল থেকে ৩১টি আন্তনগরসহ ৬৭টি ট্রেন কমলাপুর রেল স্টেশনে আসবে। এর মধ্যে সকালে সুন্দরবন, ধুমকেতুসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুরে পৌঁছায়।

স্টেশনের তথ্য অনুযায়ী, ৪, ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর পর্যন্ত ঈদ ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হয়েছিলো। বিশেষ ব্যবস্থাপনায় রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে এ অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ