বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের রামুতে চট্টগ্রাম থেকে আসা পিকনিকের বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। নিহতরা হলো, সাইমুম (১৬), এরশাদ (১৮) ও অজ্ঞাত ১ জন।
সোমবার সকালে রামু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলা হাসপাতাল সংলগ্ন পুরাতন বাইপাসে মোড়ে চট্টমেট্টো জ ১১-১৬৬৮ নাম্বার বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে ৩ জনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে যায়।আহতদের কে প্রথমে রামু, পরে কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রামু হাইওয়ে থানার ওসি মোজাহেদুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।